আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালার তিরুবনন্তপুরম থেকে দুবাই এয়ারপোর্টে পৌঁছার পর ভেঙে পড়েছে এমিরেটসের একটি বিমান। ভেঙে পড়ার পরপরই বিমাটিতে আগুন লেগে যায়। এ সময় সেটিতে যাত্রী ও ক্রু-সহ মোট ২৭৫ জন ছিলেন। তাদেরকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বড় কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি এভাবে ধ্বংস হয়ে গেলো বলে মন্তব্য করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। দুবাইয়ের স্থানীয় সময় বেলা ১২টা ৪৫মিনিটে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
এমিরেটস এয়ারলাইন্স তাদের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি যে, ভারত থেকে দুবাই এয়ারপোর্টে গিয়ে আমাদের একটি বিমান দুর্ঘটনা শিকার হয়েছে। বিমানটিতে যাত্রী ও ক্রু-সহ মোট ২৭৫ জন ছিলেন। তাদেরকে শতভাগ নিরাপত্তা দেয়াই আমাদের প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজ।’
তারা আরো বলে, ‘আমরা দুবাইয়ের কর্তৃপক্ষ এবং জরুরি সেবাদাতা সংস্থাগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। এ বিষয়ে আরো কোনো নতুন তথ্য এলে তা এমিরেটসের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে।’
শেষ খবরে জানা গেছে, দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছে প্রশাসন এবং এ ঘটনায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সূচি বিপর্যয় ঘটেছে। দুবাই বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া সব ফ্লাইটকে বলা হয়েছে মাকতুম বিমানবন্দর বা শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে। যে কোনো ধরনের সম্ভাব্য দুর্ঘটনা থেকে বাঁচতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।