নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন না মেনে লেনদেন ও সমন্বিত গ্রাহক তহবিলে ঘাটতি থাকার কারনে সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্রোকারেজ হাউজ পরিদর্শন করে এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন জানিয়েছে, তিন ধরনের সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে প্রতিষ্ঠানটিকে জারিমানা করা হয়েছে। এর মধ্যে পরিচালকদের মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের আইন লঙ্ঘন, সমন্বিত গ্রাহক হিসাব তহবিলে ঘাটতি থাকা, গ্রাহকের সঙ্গে লেনদেনের বিপরীতে ৫ লাখ টাকার অধিক নগদ জমা দেওয়ার সুবিধা দেওয়ার জন্য ডিএসইর তালিকাভুক্ত সিনহা সিকিউরিটিজকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।