স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দ্রাবাদে আগামী বছরের ৮-১২ ফেব্রুয়ারি দু’দলের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এর আগে এই ভেন্যুতেই ম্যাচটি আয়োজনের ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেলেও তারিখ নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা ছিল।
বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটির সূচির কথা প্রকাশ করে। এর মধ্য দিয়ে ভারতের মাটিতে টাইগারদের টেস্ট খেলার দীর্ঘ অপেক্ষার অবসান হলো।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবশেষ দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজন করবে ভারত। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দু’বার সীমিত ওভারের টুর্নামেন্ট খেলতে সেদেশে গিয়েছিল বাংলাদেশ। ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এক বিবৃতিতে বিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, ‘শীর্ষস্থানীয় টেস্ট দল হিসেবে প্রত্যেকটি টেস্ট খেলুড়ে দেশকে সুযোগ দেওয়াটা বিসিসিআই’র দায়িত্ব। আমাদের প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে আগামী বছরের শুরুতে ঐতিহাসিক টেস্ট ম্যাচের ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। ২০১৬-১৭ হোম সিজনের জন্য এটা হবে গ্রেট এডিশন।’