আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া বলেছে, সিরিয়ার আলেপ্পোয় গত মঙ্গলবারের রাসায়নিক হামলার আগেই বিষয়টি আমেরিকাকে জানানো হয়েছিল। মার্কিন সমর্থিত কথিত মধ্যপন্থি গেরিলারা এ হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।
সিরিয়ায় প্রতিষ্ঠিত রুশ সমন্বয় কেন্দ্রের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সের্গেই চেভারকভ গতকাল (বুধবার) বলেছেন, সোমবার রাসায়নিক হামলা সম্পর্কে আমেরিকাকে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছিল। আলেপ্পোর হামলার সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের সময় হারাকাত নূর-আল-দিন আল জেনকি নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী আলেপ্পোর পূর্বে সুক্কারি এলাকায় বিষাক্ত গ্যাসের হামলা চালায়। এ গোষ্ঠীকে আমেরিকা ‘মধ্যপন্থি গেরিলা’ বলে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা আবাসিক এলাকায় এ হামলা চালায়।
অনেক দিন থেকেই রাশিয়া বলে আসছে, মার্কিন সমর্থিত এসব কথিত মধ্যপন্থি গেরিলা গোষ্ঠীকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে চলে যেতে হবে। কিন্তু আমেরিকা বলছে, বিরোধী গোষ্ঠীকে সরানো সম্ভব নয়।