আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদে বোমা হামলা চালিয়েছে ব্রিটিশ জঙ্গিবিমান। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সাদ্দামের এ প্রাসাদ অবস্থিত। হামলার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার ব্রিটিশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি টর্নেডো বিমান গত ১ আগস্ট ওই প্রাসাদ ভবনে হামলা চালায়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে এ ভবন।
ভবনটি টাইগ্রিস নদীর কাছে অবস্থিত এবং দায়েশের গুরুত্বপূর্ণ সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া, দায়েশে নতুন যোগ দেয়া সন্ত্রাসীদের জন্য ভবনটিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে উগ্র এ গোষ্ঠী। ভবনটি বন্দীদের নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে তথ্য রয়েছে।
২৪ বছরের শাসনকালে সাদ্দাম ইরাকজুড়ে যে ৫০টি বিলাসবহুল প্রাসাদ বানিয়েছিলেন এটি তারই একটি। এ ভবনে কৃত্রিম জলপ্রপাত রয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের পর ভবনটিতে আমেরিকার সেনারা অবস্থান করত।