আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার আলেপ্পো শহরের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানে সেনাবাহিনী কয়েকটি পার্বত্য এলাকা এবং গ্রামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।
সিরিয়ার সেনারা রোববার থেকে সন্ত্রাসীদের কবল থেকে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর উদ্ধার অভিযান শুরুর পর এ সাফল্যের খবর এলো।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (বুধবার) জানিয়েছে, সেনাবাহিনী গতরাতে আলেপ্পোর দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত দু’টি পার্বত্য এলাকা এবং দু’টি ছোট গ্রাম পুনর্দখলে নিতে সক্ষম হয়।
অবজারভেটরির পরিচালক রামি আব্দের রহমান বলেন, সিরিয়ার সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে তুমূল সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে অন্তত ৫০ জন উগ্র সন্ত্রাসী এবং কয়েক ডজন সরকারি সেনা নিহত হয়েছে বলে তিনি জানান।
সিরিয়ার সরকার সমর্থনপুষ্ট আল-ওয়াতান সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয় সেনাবাহিনী বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে আলেপ্পোর দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম অংশে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এছাড়া, সম্প্রতি সিরিয় বাহিনী আলেপ্পোর বানি জেইদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করেছে।