নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপায় এক হিন্দু পরিবারকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার কবিরপুর গ্রামের ষষ্টিরাম রায় নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর বাসায় ওই চিঠি পাঠানো হয়। শৈলকুপা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান ষষ্টিরাম শৈলকুপার জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের সাবেক টেকনিশিয়ান। বর্তমানে এলাকায় একটি মটরসাইকেল গ্যারেজ চালান তিনি।
হুমকি পাওয়া ষষ্টিরাম বলেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা চিঠিটি বাড়িতে রেখে গেছে। চিঠিতে লেখা রেডি হ। আমরা আসছি। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, কারা এ চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ষষ্টিরাম শৈলকুপা থানায় একটি জিডি করেছেন। তার পরিবার এখন ভয়ে আছে।
উল্লেখ্য এ বছরই ঝিনাইদহে এক হিন্দু পুরোহিত, এক মঠ সেবায়েত, খৃষ্টান ধর্ম গ্রহণকারী এক হোমিওপ্যাথ চিকিৎসক এবং শিয়া মতবাদের হোমিও চিকিৎসক গুপ্তহত্যার শিকার হন।
এসব হত্যাকাণ্ডে শিবির নেতা-কর্মীদের সম্পৃক্ততার তথ্য আসে পুলিশের তদন্তে, যার প্রত্যেকটিতে দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস ইন্টারনেটে বিবৃতি দেয়।
সর্বশেষ গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে নিহত জঙ্গি নিবরাজ ইসলাম ও আবির রহমান ঝিনাইদহ শহরের একটি মেসে একসঙ্গে ছিলেন বলে পুলিশের ভাষ্য।