আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় শহর মাইদুগুরিতে চার নারী আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০জন।
স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র সানি ডাট্টি সংবাদ মাধ্যমকে জানান, মাইদুগুরি শহরে ঢোকার সময় বেসামরিক নিরাপত্তারক্ষী শহরে ঢোকার সময় বাধা দিয়ে দেহ তল্লাশি করতে চাইলে ওই চার নারী আত্মঘাতী হামলা চালান।
নাইজেরিয়ায় বোকো হারামের সিরিজ আত্মঘাতী বোমা হামলার সব শেষ এ ঘটনা এটি।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির আদামাওয়া প্রদেশের ইয়োলা শহরের একটি নতুন মসজিদে ও বর্ন প্রদেশের মাইদুগুরিতে নামাজের সময় আলাদা আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ইয়োলা শহরে ২৭ জন ও মাইদুগুরিতে ২৮ জন নিহত হন।