নিজস্ব প্রতিনিধি :
শনিবার সকালে রাজবাড়ীর কালুখালীর হরিণবাড়িয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন ফরিদা (২০), হালিমন (৪০), বেগম (৩০) ও রাজু (৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়া সাতজনের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া হাটবাজার থেকে ২০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সাদার চর যাওয়ার পথে প্রবল স্রোতে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাতজন নিখোঁজ হন। এর মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।