ক্রীড়া ডেস্ক :
পাল্লেকেলেতে শুরুর বিপর্যয় কাটিয়ে ১০৬ রানের জয়ের পর শনিবার গল টেস্টও ২২৯ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ার্ন-মুরালিধরন ট্রফি জিতল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
বৃষ্টি আর আলোর স্বল্পতায় পাল্লেকেলে টেস্ট তাও পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছিল। গলে আড়াই দিনেই শেষ অস্ট্রেলিয়া! দুই ইনিংস মিলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খেলেছেন ৫০১ বল, যা ১৯০০ সাল থেকে হেরে যাওয়া টেস্টে তাদের পঞ্চম সর্বনিম্ন। অসিরা এশিয়াতে হারল টানা অষ্টম টেস্ট। টেস্টের এক নম্বর দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতল সাত নম্বরে থাকা শ্রীলঙ্কা।
রঙ্গনা হেরাথ হ্যাটট্রিক করলেও গল টেস্টে শ্রীলঙ্কার জয়ের নায়ক আরেক স্পিনার দিলরুয়ান পেরেরা। চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করতে নেমে পেরেরার স্পিন বিষে নিল হয়েই অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৮৩ রানে। ৭০ রানে ৬ উইকেট নিয়েছেন পেরেরা। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট, শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও করেছিলেন ফিফটি। একই টেস্টে ১০ উইকেট ও ফিফটি- এমন কীর্তি নেই শ্রীলঙ্কার আর কোনো ক্রিকেটারেরই। সব মিলিয়ে ২৫ বার এমন ঘটনা দেখল টেস্ট ক্রিকেট।
৩ উইকেটে ২৫ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের শুরুটা ওয়ানডে মেজাজেই করেছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দুজন প্রথম ১০ মিনিটেই পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন।
খানিক বাদে ওয়ার্নারকে (৪১) ফিরিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছেন পেরেরাই। স্মিথও (২৫) বেশিক্ষণ টেকেননি, তাকেও ফিরিয়েছেন পেরেরা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডাম ভোজেসকে (২৮) আউট করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেছেন পেরেরা। পরে জশ হাজেলউডকে ফিরিয়ে ম্যাচে পূর্ণ করেছেন ১০ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭.৩ ওভারে ২৮১ (মেন্ডিস ৮৬, ম্যাথুস ৫৪, কুশল পেরেরা ৪৯; স্টার্ক ৫/৪৪, লায়ন ২/৭৮) ও দ্বিতীয় ইনিংস: ৫৯.৩ ওভারে ২৩৭ (দিলরুয়ান পেরেরা ৬৪, ম্যাথুস ৪৭, কুশল পেরেরা ৩৫; স্টার্ক ৬/৫০, লায়ন ২/৮০)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩.২ ওভারে ১০৬ (ওয়ার্নার ৪২, মার্শ ২৭, খাজা ১১; দিলরুয়ান পেরেরা ৪/২৯, হেরাথ ৪/৩৫) ও দ্বিতীয় ইনিংস: ৫০.১ ওভারে ১৮৩ (ওয়ার্নার ৪১, স্মিথ ৩০, ভোজেস ২৮; দিলরুয়ান পেরেরা ৬/৭০, হেরাথ ২/৭৪)
ফল: শ্রীলঙ্কা ২২৯ রানে জয়ী
ম্যাচসেরা: দিলরুয়ান পেরেরা
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে এগিয়ে।