স্পোর্টস ডেস্ক: আগের তিন ম্যাচে সাকিব আল হাসান বল হাতে জাদু দেখাতে পারেননি। ব্যাট হাতেও ভালো করতে পারেননি। তার দল জ্যামাইকা তালাওয়াসও হেরে যায় তিন ম্যাচেই। শনিবার বাঁচা-মরার ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠলেন সাকিব। আন্দ্রে রাসেল ব্যাট হাতে ত্রিনবাগোর বোলারদের ওপর চালালেন তাণ্ডব। দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগোকে ডিএল পদ্ধতিতে ১৯ রানে হারিয়ে জ্যামাইকা উঠে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে। যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এদিন টস হেরে ব্যাট করতে নামে জ্যামাইকা। শুরুটা ভালোই করেন দুই ওপেনার ক্রিস গেইল ও চাঁদউইক ওয়ালটন। তবে দুজন বেশিক্ষণ টিকতে পারেননি। ২৪ বলে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান ওয়ালটন (১১ বলে ১৫)। এরপর দ্রুতই কুমার সাঙ্গাকারা (২), গেইল (২৬ বলে ৩৫) ও রোভম্যান পাওয়েলও (২) বিদায় নেন। তখন ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে অনেকটাই এলোমেলো জ্যামাইকা। এর পরই পঞ্চম উইকেটে সাকিব-রাসেলের ১০১ রানের সেই জুটি।
তাতেই শেষ পর্যন্ত জ্যামাইকার সংগ্রহ ১৯৫। সেটা অবশ্য প্রায় রাসেলেরই একার কৃতিত্ব। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব। রাসেল ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে ঠিক ১০০ রানেই আউট হয়েছেন। এর মধ্যে চার মেরেছেন মাত্র ৩টি, আর ছক্কা? ১১টি! তার ৪২ বলের সেঞ্চুরি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে নবম দ্রুততম। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুততম। সাকিব ২৩ বলে একটি চারের সাহায্যে করেন ১৯ রান।
ব্যাটিংয়ের আক্ষেপটা পরে বলে হাতে ঠিকই পুষিয়ে দিয়েছেন সাকিব। ত্রিনবাগোর ইনিংসের নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অবশ্য ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে পরের ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট! ওই ওভারের প্রথম বলে হাশিম আমলা ছয় মারেন। পরের বলেও উঠে এসে ছক্কা হাঁকাতে যান আমলা, তবে বল মিস করেন। তাকে স্টাম্পড করতে কোনো ভুল করেননি সাঙ্গাকারা। তৃতীয় বলে সুনীল নারিন ছক্কা মারেন। পরের বলেই আবার উড়িয়ে মারতে গিয়ে দেন ক্যাচ। পঞ্চম বলে ব্রেন্ডন ম্যাককালাম নেন এক রান। শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন ডোয়াইন ব্রাভো।
ত্রিনবাগোর ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল কলিন মুনরো (৩৮) ও আমলা (৩৭)। সাকিবের ৩ উকেটের পাশাপাশি রাসেল নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে রাসেলের হাতেই। একই মাঠে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সাকিবের জ্যামাইকা তালাওয়াস।