আন্তর্জাতিক ডেস্ক :
আগামী দেড় বছরের মধ্যে ইরানের চবাহার বন্দরকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও নৌ চলাচলমন্ত্রী রাধাকৃষ্ণান পি.।
চলতি বছরের ২৩ মে তেহরানে ইরান, ভারত ও আফগানিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা চাবাহার বন্দর উন্নয়ন চুক্তিতে সই করেন। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে চবাহার বন্দরকে দক্ষিণ-পূর্ব ও উত্তর-দক্ষিণের মধ্যে একটি ট্রানজিট করিডর হিসেবে উল্লেখ করে হাসান রুহানি বলেছিলেন, এ বন্দর ভারত থেকে আফগানিস্তান, মধ্য এশিয়া, ককেশাস ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে একটি সংযোগস্থল হিসেবে কাজ করতে সক্ষম।
এর আগে ইরান সফরে গিয়ে ভারতের জ্বালানি এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানের সঙ্গে একটি বৈঠক করেন। ওই বৈঠকে ধর্মেন্দ্র প্রধান চবাহার বন্দরে ২,০০০ কোটি ডলার বিনিয়োগে ভারতের প্রস্তুতির কথা ঘোষণা করেন।