নিজস্ব প্রতিবেদক :
যে কোনো ধরনের নাশকাতা রোধে বর্তমানে ঢাকায় পুলিশের ব্লক রেইড চলছে। এতে যে কোনো নাগরিককে চেকিং করতে পারছে পুলিশ। তবে চেকিংয়ের নামে কাউকে হয়রানি করা যাবে না বলে কঠোরভাবে বলে দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ ডিএমপি কার্যালয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো নিরীহ নাগরিককে কোনো অবস্থাতেই হয়রানি করা যাবে না। যদি কোনো পুলিশের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ উঠে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নাগরিকদের সঙ্গে আরো কার্যকর যোগাযোগ বাড়াতে ঢাকা পুলিশ তাদের নতুন ওয়েবসাইট তৈরি করেছে। নতুন ওয়েবসাইটের উদ্বোধনের সময় এ সব কথা বলেন আছাদুজ্জামান।
এ সময় ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেয়া নিয়ে পুলিশের কোনো রকম নিষেধাজ্ঞা নেই।’ এ সময় তিনি বাড়িওয়ালাদের পরামর্শ দেন, তারা যাতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে তা পুলিশের কাছে জমা দেন।
উল্লেখ্য, সম্প্রতি দেশে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের পর ঢাকার বাড়িওয়ালারা ব্যাচেলর ভাড়া দিতে চাইছে না। ফলে অনেক ব্যাচেলর নানামুখী সমস্যায় পড়ছেন। এ বিষয়টি সামনে আসতেই ডিএমপি কমিশনার জানান, পুলিশের পক্ষ থেকে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে কোনো আপত্তি নেই।