নিজস্ব প্রতিবেদক :
৫০২ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঘোষিত কমিটিতে জায়গা পেয়েছেন চট্টগ্রামের সাবেক বিএনপি নেতা যুদ্ধাপরাধে ফাঁসির সাজা পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কার্যনির্বাহী সদস্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। হুম্মামের চাচা গিয়াস কাদের চৌধুরীকেও রাখা হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। তিনি ভাইস চেয়ারম্যানের পদে আছেন।
এ দিকে হুম্মামকে গত বৃহস্পতিবার পুরান ঢাকার আদালত এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। এই অভিযোগ করেছে তার পরিবার ও আইনজীবী।
এ ছাড়া খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ, নিতাই রায় চৌধুরীর চেয়ে নিপুর রায় এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালও বিএনপির নতুন কমিটিতে জায়গা পেয়েছেন।
বিএনপির নতুন নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও। এ ছাড়া নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাকে নির্বাহী কমিটিতে রাখা হয়েছে। মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন বিএনপির নতুন কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।
মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের ছেলে শাহরিন, মীর নাছিরের ছেলে মীর হেলালও বিএনপির নতুন কমিটির সদস্য হয়েছেন।
প্রচার সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে। তার সঙ্গে সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমীরুল ইসলাম আলীম, আসাদুল করীম শাহিন ও শামীমুর রহমান শামীম।