নিজস্ব প্রতিবেদক : দেশে কোনো আইএস নেই। স্বাধীনতা বিরোধীরাই ভিন্নরূপে এ নাম ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ আহ্বান অনুযায়ী ইতোমধ্যে সারাদেশের মানুষ কাজ করছেন। মুসলিমের কপালে কালিমা লেপনকারী এ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে। সারাদেশে জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন, মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। ইতোমধ্যে জঙ্গিবাদের সম্পৃক্ততায় যাদের ধরা হয়েছে তারা সকলেই এ দেশের নাগরিক। বাইরের দেশ থেকে কেউ আসেনি। যদিও বিভিন্ন সময় বিদেশিরা এ দেশে আইএস আছে বলে দাবি করে আসছে। কিন্তু তার কোনো প্রমাণ নেই। এ দেশে কোনো আইএস নেই।’
জঙ্গিবাদ বেহেস্ত নয় বরং জাহান্নামানে যাওয়ার পথ এবং তাদের কোনো রাষ্ট্র বা সীমনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দেশে কোনো জঙ্গিবাদের আস্তানা করতে দেব না।’
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, হাজি ইলিয়াছ বক্তব্য দেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাসপোর্ট কার্যালয় উদ্বোধন শেষে মন্ত্রী বান্দরবানের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।