নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি (জেপি)। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মন্ডলীর এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১২ আগস্ট টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পার্টির চেয়ারম্যান বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ। ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা ও ১৪ দলের আলোচনা সভায় যোগদান ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ১৫ আগস্টের শহীদদের স্মরণে কোরআন খানী, ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ১৪ আগস্ট। ১৬ আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান এবং ১৭ আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
যৌথ সভায় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ ছাড়াও বিশেষ আমন্ত্রণে ঢাকায় অবস্থানরত দলের প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।