স্পোর্টস ডেস্ক : রেকর্ড তো আসলে ভাঙার জন্যই। গতকাল একজন যে কীর্তি গড়েছিলেন, আজ কিংবা আগামীতে তা ছাড়িয়ে যাবে; এটাই স্বাভাবিক। শনিবার রাতে সেটা আরো একবার প্রমাণ করলেন দক্ষিণ কোরিয়ার কিম উ-জিন।
পুরুষ আর্চারির র্যাংকিং নির্ধারণী খেলায় বিশ্ব রেকর্ড গড়লেন উ-জিন। আর্চারি রেঞ্জে ৭২ ও তিরের ইভেন্টে ৭০০ পয়েন্ট তুলেছেন এশিয়ান এই অ্যাথলেট। তিনি ভেঙেছেন স্বদেশী ইম ডং-হিউনের রেকর্ডটি। গত লন্ডন অলিম্পিকের প্রস্তুতিপর্বে ৬৯৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন
ডং-হিউন।
একই রাতে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যাডাম পিটি। নিজের হিট জিততে গ্রেট ব্রিটেনের তারকা সময় নিয়েছেন ৫৭.৫৫ সেকেন্ড। এ ইভেন্টের আগের রেকর্ডটি ছিল ৫৭.৯২ সেকেন্ড।