Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
আমেরিকা আগাম পরমাণু হামলার পরিকল্পনা করছে: উ. কোরিয়া

আমেরিকা আগাম পরমাণু হামলার পরিকল্পনা করছে: উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :  উত্তর কোরিয়া দাবি করেছে, আমেরিকা দেশটিতে আগাম পরমাণু হামলার পরিকল্পনা করছে। প্রশান্ত মহাসাগরে আমেরিকা পরমাণু বোমা বহনে সক্ষম বি-১ বোমারু বিমান মোতায়েনের ঘোষণা দেয়ার পর এ দাবি করল পিয়ংইয়ং।

পিয়ংইয়ং’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, পরমাণু বোমা মোতায়েনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সরকার পতনে আরো বেশি তৎপর হয়ে উঠেছে আমেরিকা। এতে আরো বলা হয়, বি-১ বোমারু বিমান মোতায়েনের পদক্ষেপের মধ্য দিয়ে এ কথাই প্রমাণিত হচ্ছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকা আগাম পরমাণু হামলা করতে চাইছে।

গুয়াম দ্বীপে কৌশলগত বোমারু বিমান মোতায়েন করা হবে বলে ঘোষণার পরই এ বিবৃতি দেয় উত্তর কোরিয়া। অবশ্য আমেরিকা এ জাতীয় মোতায়েনকে নেহাৎই গঁৎ বাঁধা পদক্ষেপ হিসেবে দাবি করেছে। পেন্টাগন দাবি করছে, বি-৫২ বোমারু বিমানের স্থলাভিষিক্ত হবে এ সব বিমান।

এদিকে, গত মাসের গোড়ার দিকে দেয়া বিবৃতিতে আমেরিকার বিরুদ্ধে ‘দৈহিক হামলা’ চালানোর হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। কোরিয়া উপদ্বীপে মার্কিন অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে এ হুমকি দেয়া হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

August 2016
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll To Top