স্পোর্টস ডেস্ক : ইউরোপের সেরা ফুটবলারের তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসির। এক মৌসুমে ৫৯ গোল করা লুইস সুয়ারেজও নেই তালিকায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এই লাতিন আমেরিকার তারকার ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
তালিকার সেরা দশে ছিলেন দুজনেই। কিন্তু তিনজনে নেমে আসা তালিকায় এ দুজনের কেউ নেই। আছেন বরং তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি ও সুয়ারের মতো প্রতিপক্ষ না থাকায়, ধারণা করা হচ্ছে এই পুরস্কারটা রোনালদোর হাতেই উঠতে যাচ্ছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার সহসভাপতি জর্ডি মেস্ত্রে। তিনি বলেন, ‘জানি না উয়েফা ঠিক কোন বিবেচনায় ইউরোপ সেরার সম্ভাব্য তালিকা ছোট করেছে। যারা নির্বাচিত হয়েছে, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আমার মনে হয় উয়েফার সিদ্ধান্ত ঠিক হয়নি। আমি ভিন্ন মত পোষণ করছি।’
তিনি আরো বলেন যে, ইউরোপ সেরার তালিকায় মেসি বা সুয়ারের না থাকা আসলে একটি কলঙ্কজনক ব্যাপার। এই ব্যাপারটি নিয়ে বার্সেলোনা খুবই হতাশ।’
উল্লেখ্য, গত মৌসুমে সুয়ারেজ ৫৯ গোল করলেও লিওনেল মেসি করেছেন ৪১ গোল। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। সেটা পারলে হয়তো আরো বেশি করতে পারতেন আর্জেন্টিনা ফুটবলের এই প্রাণভোমরা।
উয়েফার সেরার তালিকা দেখে বার্সেলোনা হতাশ হলেও, মেসি নিজে এখনো সংবাদ মাধ্যমে কিছু বলেননি। কোনো মন্তব্য পাওয়া যায়নি লুইস সুয়ারেজেরও।