আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় সরকারি সেনাদের সঙ্গে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আজ (রোববার) ভয়াবহ সংঘর্ষ চলছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শনিবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায়- সরকারি সেনারা ওই এলাকার দখল করে নেয়া একটি সামরিক ঘাঁটিতে আকাশ ও স্থলপথে সন্ত্রাসীদের ওপর হামলা চালাচ্ছে। অবরুদ্ধ আলেপ্পোর দক্ষিণে এ ঘাঁটিটি অবস্থিত।
এদিকে, আলেপ্পোর আর-রামুসের গোলন্দাজ সামরিক একাডেমি দখলের বিষয়ে সন্ত্রাসীদের দাবি নাকচ করেছে দামেস্ক সরকার। গোলন্দাজ একাডেমিকে আলেপ্পোর প্রধান দূর্গ বলে মনে করা হয়। এছাড়া, আলেপ্পোর ওপর সরকারি সেনাদের অবরোধ ভাঙার বিষয়ে সন্ত্রাসীদের দাবিও নাকচ করে দিয়েছে সিরিয়া সরকার।
সামরিক সূত্রগুলো বলছে, গত কয়েকদিনের সংঘর্ষে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। এছাড়া, সন্ত্রাসীদের বহু যান, অস্ত্র এবং গোলা-বারুদ ধ্বংস হয়েছে সেনা অভিযানে।