প্রযুক্তি ডেস্ক : আসা করি সবাই ভাল আছেন। আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার হচ্ছে (TuneUp Utilities 2013. ) টিউন আপ ইউটিলিটিজ। এর সাহায্যে আপনার কম্পিউটার কে করতে পারেন ঝামেলা মুক্ত। যারা স্লো কম্পিউটিং সমস্যায় ভুগছেন তাদের জন্য অতী দরকারী একটি সফটওয়্যার এটি। এটি ব্যাবহার করার মাধ্যমে আপনার কম্পিউটার কে করতে পারেন গতিময়।
নিচে দেখে নিন এর কিছু বৈশিষ্ঠ
- TuneUp ডিস্ক ক্লিনার 2013: 150 টি প্রোগ্রাম এবং উইন্ডোজ সিস্টেম-ফাইল থেকে সমস্যা যুক্ত ফাইল রিমুভ করতে পারে
- TuneUp ব্রাউজার ক্লিনার 2013: 25 প্রকার ব্রাউজার থেকে কুকিজ এবং প্রব্লেম সৃষ্টি কারী ফাইল রিমুভ করতে পারে
- সমস্ত প্রকার অদরকারী ফাইল রিমুভ করে কম্পিউটার কে দ্রুত চলার ক্ষমতা যোগায়