নিজস্ব প্রতিবেদক: সমাজের কোনো পরিবারে সন্তান নিখোঁজ আছে কী না সেটা সমাজকেই বের করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রক্তাক্ত আগস্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ সব কথা বলেন।
গুলশানের হোলি আর্টিসান রেস্তোরাঁয় কমান্ডো অভিযানে নিহত জঙ্গি রোহানের পরিবারের প্রতি ইঙ্গিত দিয়ে নানক বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার ছেলেটিতো জামায়াত পরিবারের ছেলে না। সে কেন জঙ্গি হবে? কোথায় গলদ? কিসের ব্যর্থতা? মা-বাবার কি করণীয় ছিল? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এর পাশাপাশি সমাজের যে দায়িত্ব সেটা সমাজের পালন করতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, রোহানের কথা আমি জানতে পেরেছি ঘটনার পর সংবাদ মাধ্যমের দ্বারা। তার বাবা এবং মা বিষয়টি আমাকে আগে বলেননি। তারা কাকের ডিম খোঁজার মত ডিম খুঁজতে গিয়েছিল।
নিজের জীবনের স্মৃতিচারণ করে নানক বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন বিকেলে খেলতে মাঠে গেলে মা আমাদের ডেকে বলতেন এই নানক মাগরিবের আজানের আগে ঘরে ফিরিস। কিন্তু এখন মায়েরা ব্যস্ত সিরিয়াল দেখায় অথবা উনিও ফেসবুক সময় কাটাচ্ছেন। তাই আমাদেরও মানসিকতার পরিবর্তন করতে হবে।
গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আখতারুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশন সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ইসলামী ঐক্য জোটের সভাপতি মিসবাহুর রহমান চৌধুরী প্রমুখ।