Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
ঈদে মুক্তি পাবে পরীমনির আপন মানুষ

ঈদে মুক্তি পাবে পরীমনির আপন মানুষ

বিনোদন ডেস্ক : দিনক্ষণ আর সময় যখন যার ভালো যায়, সিনেমা ব্যবসা তখন তারই। এটা চলচ্চিত্র বিশ্লেষকদের অভিমত। সময়ের অনুকূল হাওয়া বইছে বাংলা সিনেমার নতুন রানী পরীমনির পালে।

সব সমালোচনাকে ঝেড়ে ফেলে পরী চমক দেখিয়েছেন দেশের সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। তারপর থেকে কেবলই ঝলক দেখিয়ে চলেছেন তিনি। নাম লিখিয়েছেন নারী প্রধান চলচ্চিত্র ‘রক্ত’তে। সম্প্রতি ছবিটির একটি আইটেম গান ও টিজার প্রকাশ হয়েছে। সেখানে পরীকে দেখা গেছে আমূল বদলে যাওয়া মোহনীয় ডানাকাটা পরী আর প্রতিশোধের নেশায় মত্ত মারদাঙ্গা এক নারী চরিত্রে।

কথা ছিলো ছবিটি মুক্তি পাবে আসছে কোরবানি ঈদে। কিন্তু সিদ্ধান্ত বদলেছে জাজ। তারা ‘রক্ত’র বদলে মুক্তি দিতে যাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’। এই খবরে হতাশ হয়েছিলেন পরীমনির ভক্তরা। তাদের জন্য সুখবর হলো ‘রক্ত’ না এলেও আসছে ঈদে পরী হাজির হবেন ‘আপন মানুষ’ নিয়ে।

শাহ আলম মন্ডল পরিচালিত এই ছবিটিতে পরীর বিপরীতে থাকছেন হালের জনপ্রিয় নায়ক বাপ্পী। ছবিটি নিয়ে পরী জাগো নিউজকে বলেন, ‘আপন মানুষ ছবিটি পরিচালক যত্ন করে বানিয়েছেন। এর গল্পটা অনেক ভালো। অসাধারণ একটি প্রেমের গল্প। একেবারে হৃদয় ছুঁয়ে যাবার মত। প্রেমের পাশাপাশি এখানে অ্যাকশন, পারিবারিক টানাপড়েন- সবই আছে। ঈদের বাজারে এই ছবি বিনোদিত করবে দর্শকদের। আমার সকল ভক্ত-দর্শকদের বলব সবাই হলে এসে ‘আপন মানুষ’ দেখবেন।’

নির্মাতা জানালেন, ‘গত  ঈদে বদলে গেছে আমাদের চলচ্চিত্রের বাজার। তাই আমার ‘আপন মানুষ’ ছবিটি আসছে কোরবানি ঈদে মুক্তি দিতে চাইছি। এরই মধ্যে সব প্রস্তুতি শুরু করেছি। আশা করছি বাপ্পী-পরীর প্রেমকাহিনী মন ভরাবে দর্শকদের।’

‘আপন মানুষ’ ছবিটিতে বাপ্পী ও পরীমনি ছাড়া আরো অভিনয় করেছেন নতুন মুখ শ্রাবণ সাহা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, ডলার বাপ্পী ও প্রমুখ। এতে গান রয়েছে ৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, মনির খান, ন্যান্সি, কোনাল, ইমরান, রমা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

August 2016
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll To Top