স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে চলছে অলিম্পিকের আসর। অথচ প্রথম দুটি দিন হতাশায় কেটেছে ব্রাজিলের। তৃতীয় দিনে স্বাগতিকদের সেই হতাশা দূর করলেন রাফায়েলা সিলভা।
রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথম সোনা জেতালেন সিলভা। মেয়েদের জুডোতে ৫৭ কেজি ওজন শ্রেণিতে এ পদক জিতলেন ২৪ বছর বয়সী অ্যাথলেট।
ঘরের মাঠে অলিম্পিকে সোনা জিততে পেরে রোমাঞ্চিত সিলভা বলেন, ‘জুডো আমার জীবন। ঘরে মাঠে লড়তে খুব পছন্দ আমার। কারণ একটাই, স্বাগতিক দর্শক। তাদের হইহুল্লোড় আমাকে ভালো খেলতে সাহায্য করে।’