আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার তাস সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। আসন্ন রাশিয়া সফরের আগে এ আহ্বান জানানো হলো। এ সফরকালে সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান।
এরদোগান বলেন, এটি হবে একটি ঐতিহাসিক সফর এবং নতুন সূচনা। পুতিনের সঙ্গে আলোচনার পর রুশ-তুর্কি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরদোগান বলেন, দুই দেশের একযোগে অনেক কিছু করার আছে।
এ সাক্ষাৎকারে সিরিয়া সংকট সমাধানে রাশিয়ার অপরিহার্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া সিরিয়া সংকটের সমাধান করা সম্ভব নয়। কেবলমাত্র রাশিয়ার সহযোগিতা নিয়েই সিরিয়া সংকটের সমাধান করা সম্ভব বলে জানান তিনি।
২০১৫ সালে সিরিয়ার সীমান্তে রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও আঙ্কারার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তারই ইতি টানার লক্ষ্যে এরদোগান রাশিয়া সফরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।