আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ গোটা দেশে বিশেষ চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। কোয়েটা হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পাক গোয়েন্দা সংস্থাগুলোকে এ নির্দেশ দেয়া হয়।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি বেসামরিক হাসপাতালে বোমা হামলার পর উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। জেনারেল রাহিল শরীফের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছেন পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর প্রধান।
বৈঠকে জেনারেল রাহিল বলেন, খাইবার পাকতুনখোয়ায় সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর তারা এখন বেলুচিস্তানকে বেছে নিয়েছে। তিনি আরো বলেন, বেলুচিস্তান প্রদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ ভাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি ছিল এ হামলার লক্ষ্য।
বৈঠকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং পাকিস্তান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান উপস্থিত ছিলেন।
এদিকে, গতকালের হামলায় নিহতের সংখ্যা ৭০ অতিক্রম করেছে। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র দলছুট গোষ্ঠী জামাতুল আহরার হামলায় দায় স্বীকার করেছে।