আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি বাহিনী আবারো জঙ্গিবিমান দিয়ে দেশটির কয়েকটি প্রদেশে বোমা বর্ষণ করেছে। দেশটিতে জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো এসব বর্বরোচিত হামলায় অন্তত ৩৩ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
আজ (মঙ্গলবার) সৌদি জঙ্গিবিমানগুলো একটি খাদ্য কারখানাসহ রাজধানী সানার কয়েকটি অবস্থানে বোমা বর্ষণ করেছে। এতে কারাখানার তিন শ্রমিকসহ অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছে বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের কুশার শহরের একটি এলাকায় বোমা বর্ষণ করলে তিন ব্যক্তি নিহত এবং আরো কিছু লোক আহত হয়।
সৌদি বাহিনী সানা প্রদেশের আরহাব এলাকায় অবস্থিত আল-সামা সামরিক ঘাঁটির পাশাপাশি ইব প্রদেশের হামযা সামরিক ঘাঁটির ওপর হামলা চালিয়েছে। ইবে একটি তেলের পাম্পে চালানো হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
সৌদি সামরিক জঙ্গিবিমান তায়িজ বিমান বন্দরে অন্তত পাঁচবার বোমা বর্ষণ করেছে। এছাড়া, সৌদি বাহিনী একই প্রদেশের ওয়াজিয়া এলাকায় একই দিনে আরো পরে জঙ্গিবিমান দিয়ে হামলা চালালে অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়।
সৌদি জঙ্গিবিমান উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের সাকায়ান এবং সাহার শহরের পাশাপাশি আমরান প্রদেশে অবস্থিত ৩১০তম বিগ্রেডের প্রধান দফতরের ওপর অন্তত এক ডজনের বেশি হামলা চালিয়েছে।সাদা প্রদেশের কাতাবির এলাকায় সৌদি বাহিনীর একই ধরনের হামলায় অন্তত ছয় বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।