আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবাইদি হত্যা প্রচেষ্টার হাত থেকে বেঁচে গেছেন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকা সফরের সময়ে এ হত্যা প্রচেষ্টা চালানো হয়েছিল।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নিনেভার কেন্দ্রে অবস্থিত সামরিক অপারেশন কেন্দ্র পরিদর্শনের সময়ে ওবেদির গাড়ি বহরকে লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়।
হামলার ঘটনায় কেউ হতাহত হয় নি তবে ওবেদিকে বহনকারী সাঁজোয়া গাড়িতে মর্টারের গোলা আঘাত করেছে। এতে গাড়ির সামান্য ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এ সময়ে হামলা স্থানকে লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি অবশ্য হামলার জন্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীকে দায়ী করেছে স্থানীয় কোনো কোনো সংবাদ মাধ্যম।