আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াতাগায় অবস্থিত একটি মসজিদের মুসল্লিদের হত্যার হুমকি দিয়েছেন এক মার্কিন সাবেক সেনা। মসজিদটিতে মুসলমানরা নামাজ পড়তে গেলে তাদের ‘সবার’ শিরশ্ছেদ করা হবে বলে হুমকি দেন তিনি। একটি বিদ্বেষপূর্ণ ভয়েসমেইল পাঠিয়ে এ হুমকি দিয়েছেন ওই মার্কিন সেনা।
এবিসি নিউজ’র সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘ বিদ্বেষপূর্ণ বক্তৃতা দেয়ার আগে নিজের পরিচয় দিয়ে বলেন, ‘এই মসজিদের সকল মুসলমানের প্রতি এ বার্তা। আমি ওয়াতাগায় বাস করি। আমি মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য।’
এরপর তিনি বলেন, ‘আমরা তোমাদের সবার শিরশ্ছেদ করবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছ? আবার শুনে রাখো, তোমাদের সবার।’ তিনি আরো বলেন, ‘আমার মতো আরো বহু সেনা ভারী অস্ত্র নিয়ে তোমাদের অতি কাছেই রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড শুরু করতে তারা প্রস্তুত হয়ে আছে।’
গত ৩০ জুলাই টেক্সাসের মসজিদ আল-সাহাবায় রেখে আসা ওই ভয়েসমেইলের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সহযোগিতা করছে বলে জানা গেছে। এদিকে, ওই সাবেক সেনার বার্তার ব্যাপারে তীব্র ক্ষোভ জানিয়েছে ‘দি কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ বা সিএআইআর। সংস্থাটির নির্বাহী পরিচালক আলিয়া সালেম বলেন, এই ধরনের বাগারম্বড়পূর্ণ হুমকি পরিস্থিতিকে আরো জটিল করবে।