আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় মার্কিন কমান্ডো বাহিনী স্পেশাল অপারেশন্সের কিছু সেনা মোতায়েন করা হয়েছে। লিবিয়ার ঐকমত্যের সরকারকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তার নামে এ সব সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
মার্কিন বিমান হামলা চালানোর কাজে সমন্বয় করছে এ সব সেনা। এ ছাড়া, উপকূলীয় নগরী সিত্রে চলমান যুদ্ধের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে তারা। মার্কিন সেনাদের সঙ্গে যোগ দিয়েছে ব্রিটিশ সেনারাও।
মার্কিন আফ্রিকা কমান্ড বা আফ্রিকম’এর মুখপাত্র রবিন মার্ক লিবিয়ায় মার্কিন কমান্ডো উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। অল্প সংখ্যক সেনা রয়েছে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন তিনি।