ক্রীড়া ডেস্ক :
বুধবার রাতে মেসির জোড়া গোলের দারুণ পারফরম্যান্সেই সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে হোয়ান গাম্পার ট্রফি জিতেছে লুইস এনরিকের দল।
ন্যু ক্যাম্পে ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। তবে গোলটি সুয়ারেজ করলেও তাতে বড় অবদান মেসিরই। আন্দ্রেস ইনিয়েস্তার উঁচু করে বাড়ানো বল অসাধারণভাবে ওভারহেড কিকে সুয়ারেজকে বাড়ান মেসি। বক্সের সামনে ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে কোনো ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।
পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ইভান রাকিটিচের দেওয়া ক্রস ধরে অতিথি গোলরক্ষকে কাটিয়ে বল জালে জড়ান চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। দুই মিনিট পর অবশ্য অতিথিদের হয়ে ব্যবধান কমান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৩৪ মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে ফের ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। প্রায় ৩০ গজ দূরে ফ্রি-কিক পেয়েছিল বার্সা। সামনে অতিথিদের রক্ষণ প্রাচীর। সেই প্রাচীরের ওপর দিয়েই বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মেসি।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আরদা তুরানের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে সাম্পদোরিয়ার হয়ে আরেকবার ব্যবধান কমান আন্তে বুদিমির। তবে অতিথিরা বাকি সময়ে তারা আর কোনো গোল করতে পারেনি। ফলে গাম্পার ট্রফি ধরে রাখে বার্সা।
১৯৬৬ সালে শুরু হয় গাম্পার ট্রফির ম্যাচ। গত বছর ইতালির আরেক ক্লাব রোমাকে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি জিতেছিল বার্সা। প্রাক-মৌসুমের এই প্রতিযোগিতায় এবার নিয়ে বার্সা সর্বোচ্চ ৩৯ বার চ্যাম্পিয়ন হলো।