আন্তর্জাতিক ডেস্ক :
মঙ্গলবার রাজধানী বাগদাদে ইয়ারমুক টিচিং হাসপাতালে এ ঘটনা ঘটে। বুধবার ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আল রুদাইনি জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপর সাত শিশু ও ২৯ নারীকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষনিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দুর্বল বৈদ্যুতিক ব্যবস্থার কারণে ইরাকে প্রায় শর্টসার্কিটের ঘটনা ঘটে। গত কয়েক বছরে দেশটিতে শর্টসার্কিটে অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ।