আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে বোরকা পরা নিষিদ্ধ করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসির ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী তৎপরতার অংশ হিসেবে এ ব্যবস্থা নিচ্ছে দেশটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত একটি পরিকল্পনায় সমর্থন দেবেন।
একইসঙ্গে অপরাধীদের আরো দ্রুততার সঙ্গে দেশ থেকে বহিষ্কার করার ব্যবস্থা এবং চিকিৎসক-রোগী গোপনীয়তার শর্ত শিথিলের প্রস্তাবও আনতে যাচ্ছে জার্মানি।
সম্প্রতি জার্মানির কয়েকটি শহর হামলার শিকার হয়েছে এবং এর সঙ্গে ইসলামপন্থি সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে।
মূলত এর পরই জার্মানিতে বোরকা নিষিদ্ধের প্রস্তাব আলোচনায় এল। অবশ্য জার্মানিতে খুব বেশি সংখ্যক নারী বোরকা পরেন না। এছাড়া পোশাক পরিচ্ছদের বিষয়ে জার্মানিতে বিশেষ কোনো নিষেধাজ্ঞাও নেই।