স্পোর্টস ডেস্ক : সুইমিংপুলের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইল। এই ইভেন্টে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন কাইল চ্যালমার্স। বেলজিয়ামের পিটার টিমার্সকে টপকে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সময় নিয়েছেন ৪৭.৫৮ সেকেন্ড।
সুইমিংপুলের নতুন রাজা এখন ১৮ বছর বয়সী চ্যালমার্স! এই ইভেন্টে রুপাজয়ী বেলজিয়ামের পিটার টিমার্স সময় নিয়েছেন ৪৭.৮০ সেকেন্ডে। তৃতীয় স্থান অধিকারী যুক্তরাষ্ট্রের ন্যাথান অ্যাড্রিয়ান জিতেছেন বোঞ্জ।
পুলে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পেরে বেজায় খুশি কাইল চ্যালমার্স। বলেন, ‘নিজের সেরাটা ঢেলে দিয়েছি। কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। সোনা জিততে পেরে আনন্দিত। নিজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি।`