আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে সম্প্রতি বিশাল আকারের সামরিক অভিযানে প্রায় ৩০০ উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। নানগারহার প্রদেশে দুই সপ্তাহ আগে আফগান বাহিনীর অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়।
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার জেনারেল জন নিকলসন বুধবার এ খবর নিশ্চিত করেছেন। এ অভিযানে দায়েশের বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে তিনি জানান। নিহতদের সংখ্যা আফগানিস্তানে তৎপর দায়েশের চার ভাগের এক ভাগ বলে জানান জেনারেল নিকলসন। তবে এ অভিযান দায়েশের জন্য বড় বিপর্যয় বলে মন্তব্য করেন তিনি।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে শক্ত ঘাঁটি গড়ে তুলতে পারে বলে যখন নানা উদ্বেগ ছড়িয়ে পড়েছে তখন এ অভিযান চালানো হলো। কয়েক বছর ধরে এ গোষ্ঠী আফগানিস্তানে শক্ত অবস্থান গড়ার চেষ্টা করছে। পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার প্রদেশে দায়েশ সন্ত্রাসীরা বেশ কয়েকটি বড় হামলা চালাতে সক্ষম হয়েছে। তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি গ্রপের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতে সক্ষম হয়েছে এ গোষ্ঠী।