নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবীর সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
অ্যাডভোকেট পাপিয়া বলেন, ‘ওই ভুয়া ফেসবুক আইডিতে স্ট্যাটাসে বলা হয়েছে যে, আমি বিএনপিকে সার্কাসের দল হিসেবে উল্লেখ করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো পদ-পদবীর জন্য আমি রাজনীতি করি না। দেশনেত্রী খালেদা জিয়া যেখানে উপযুক্ত মনে করেছেন সেখানেই আমাকে রেখেছেন। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে অতীতে যেভাবে দল করেছি আগামীতেও ঠিক সেভাবে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।’
তিনি আরো বলেন, ‘বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। তাই বিএনপি থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। সার্বিকভাবে আমাকে হেয় করতেই আমার অগোচরে ভুয়া ফেসবুক আইডি খুলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের অপপ্রচার চলতে থাকলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে।’
বিএনপি কি সত্যিই ‘সার্কাস পার্টি’? শিরোনামে ১০ আগস্ট দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করেন অ্যাডভোকেট পাপিয়া। এই সংবাদটিকে তিনি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। প্রতিবেদনে নিয়ম-নীতি অনুসরণ করা হয়নি এবং তার সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও উল্লেখ করেন বিএনপির এই নেত্রী।