নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মরদেহ ভারত থেকে আসতে বিলম্ব হওয়ায় পূর্বঘোষিত জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টায় গণমাধ্যমে প্রেরিত এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৩ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ৩টায় এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ৪টায় মরহুম ফজলুর রহমান পটল এর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল।
কিন্তু মরহুমের মরদেহ বাংলাদেশে আসতে বিলম্বের কারণে নামাজে জানাজা আগামী রোববার (১৪ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টায় এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ধার্য দিনে যথাসময়ে নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।