আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের কয়েকটি মসজিদে আজানের পরিবর্তে হঠাৎ গান বেজে উঠেছে। আজানের পরিবর্তে গান বাজানোর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার স্থানীয় মুসুল্লিরা জানিয়েছেন, তারা যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায় ছিলেন ঠিক সে সময়ই মসজিদ থেকে মিশরের সুপরিচিত গায়ক উম কোলথুমের গান শুনতে পান তারা। এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন ধর্মপ্রান মুসল্লিরা।
তবে মসজিদে গান বাজানোর ঘটনা ইচ্ছাকৃত কিনা সেবিষয়ে তদন্ত করা হবে। সম্প্রচার সিস্টেমে কোনও ত্রুটি ছিল কিনা তাও দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন মুসল্লিরা।