আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিমান হামলায় খাদিজা সুলতানা নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষার্থী নিহত হয়েছেন। খাদিজা আরো দুই ব্রিটিশ স্কুলছাত্রীর সঙ্গে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিলেন।
গত বছরের ফেব্রুয়ারিতে খাদিজা (১৭), শামিমা বেগম এবং আমিরা আব্বাসি লন্ডন থেকে পালিয়ে আইএসে যোগ দিয়েছিলেন।
খাদিজা এবং আমিরা ব্রিটেনে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ইংরেজী ছাড়াও বাংলায় কথা বলতে পারতেন তারা।
সিরিয়ার রাক্কা শহরে সম্প্রতি রুশ বিমান হামলায় নিহত হয়েছেন খাদিজা। এর আগে সিরিয়া থেকে তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন এই শিক্ষার্থী। তারপরেই তার আইএসের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানা যায়।