আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, কাশ্মির সংকট নিয়ে সংলাপের জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান বিক্ষোভ প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে সারতাজ আজিজ বলেন, কাশ্মির নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে পাক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী সত্বর তার ভারতীয় প্রতিপক্ষের কাছে চিঠি লিখবেন।
তিনি আরো বলেন, চলতি মাসের ১ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে পাক রাষ্ট্রদূতরা কাশ্মির নিয়ে সংলাপের জন্য ভারতকে আমন্ত্রণ জানানোর সুপারিশ করেছিলেন। এ সম্মেলনে আরো কিছু কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
৮ জুলাই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল মুজাহেদিনের ২২ বছর বয়সি শীর্ষস্থানীয় কমান্ডার বুরাহান ওয়ানি নিহত হওয়ার
পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অব্যাহত বিক্ষোভ ও সহিংসতা চলছে। ভারতীয় বাহিনীর হাতে কাশ্মিরে এ পর্যন্ত ৬৩ ব্যক্তি নিহত এবং অনেক আহত হয়েছে। এদের অনেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররা গুলিতে চোখে মারাত্মক আঘাত পেয়েছে।