নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, দলীয়ভাবে পৌরসভা নির্বাচন করার জন্য আইনের অপেক্ষা করছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে ভুয়া জন্ম সনদের মাধ্যমে অবৈধ ভোটার ঠেকাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
কাজী রকিব উদ্দীন বলেন, বিগত দিনে দলীয় সমর্থনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সেক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার করতে পারেননি প্রার্থীরা। তাই পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করার জন্য নির্বাচন কমিশন আইন পাস হওয়ার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। কারণ পৌরসভা নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই।
তিনি আরও বলেন, দলীয়ভাবে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীর সুযোগও রাখা হবে। তবে এক্ষেত্রে নতুন করে কোনো দলের নিবন্ধন দেওয়া হবে না।
সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি- এমন দিন আসবে আমরাও সহিংসতা ছেড়ে দেব। কারো মাথায় লাঠি মারার প্রয়োজন নেই। নির্বাচনে সহিংসতা যাতে না হয়, সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। এই নির্বাচনে প্রতিবারের মতো আইন-শৃংখলাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হবে।’
অবৈধ ভোটার ঠেকানো ও মৃত ভোটার কর্তনের বিষয়ে তিনি বলেন, তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করেছেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন দলীয়ভাবে না হলেও, এবার থেকে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দিতে পারবে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত রাজনৈতিক দলগুলো। এ সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এবং শিগগিরই পাসের অপেক্ষায় রয়েছে।