নিজস্ব প্রতিবেদক :
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগের নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, ১৮ বছরের নিচে কেউ কোরবানি করতে পারবে না- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সম্পূর্ণ মনগড়া ও ইসলামবিরোধী। সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে সাধারণ মুসলমানরা ক্ষুব্ধ হয়।
কোরবানির স্থান নির্দিষ্ট থাকলে লাখ লাখ কোরবানিদাতা একই সময়ে কোরবানি করতে পারবে না উল্লেখ করে ওলামা লীগের নেতারা বলেন, তাই অবিলম্বে নির্দিষ্ট স্থানে কোরবানির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে বক্তারা ১৫ আগস্টকে জাতীয় শাহাদাৎ দিবস ঘোষণার দাবি জানিয়ে বলেন, এই দিনে দেশের সকল মসজিদে দোয়া, মোনাজাত ও তবারকের ব্যবস্থা করতে হবে।
ওলামা লীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগে ‘শহীদ’ ও শেষে (রহ.) লাগানোর জন্য আইন প্রণয়নের দাবি জানান।
আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের আয়োজনে এই মানববন্ধনে ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হুসাইন বুখারী, ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, ওলামা লীগ নেতা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা মুহাম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, মাওলানা মুজিবুর রহমান চিশতী প্রমুখ বক্তব্য রাখেন।