নিজস্ব প্রতিবেদক :
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করব, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব।’
শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী পায়রা বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের বাস্তবায়নাধীন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন করা অন্য উন্নয়ন কাজগুলো হচ্ছে আট লেনে উন্নীত যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ছয় উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ) মাওয়া এবং পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক উভয় দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের (পদ্মা সেতু লিংক রোড) নির্মাণকাজ।