ক্রীড়া ডেস্ক :
গত বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে সফল অস্ত্রোপচার করা হয়। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবে শেষ করেছেন মুস্তাফিজের অস্ত্রোপচার। অস্ত্রোপচারের দুই ঘন্টা পর মুস্তাফিজকে বেডে দেওয়া হয়। এখনও হাসপাতালে আছেন মুস্তাফিজ। গতকাল ভোরের দিকে মুস্তাফিজ কাঁধে হাল্কা ব্যথা অনুভব করেন। জরুরী বিভাগের চিকিৎসক দেখে যাওয়ার পর ওয়ালেস মুস্তাফিজকে পর্যবেক্ষণ করেন।
আজ (শনিবার) বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুস্তাফিজকে আবারও দেখবেন ওয়ালেস। এরপরই হাসপাতাল ছাড়তে পারেন মুস্তাফিজ। হাসপাতাল ছাড়লেও আগামী কয়েকদিন মুস্তাফিজকে নিয়মিত দেখবেন ওয়ালেস। গণমাধ্যমের খবর, আগামী বুধবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়তে পারেন মুস্তাফিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এখনও লন্ডনে আছেন। অস্ত্রোপচারের পর মুস্তাফিজের সঙ্গে দেখা করেছেন বোর্ড সভাপতি। বাঁ হাতি এ পেসারের সঙ্গে দেখা করেছেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।
এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে অস্ত্রোপচারের আগে অ্যান্ড্রু ওয়ালেস জানান, মুস্তাফিজ নেটে ফিরতে পারবেন ১২ সপ্তাহের মধ্যে। তার মানে তিন মাস। তারপর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে লাগবে আরো কিছুদিন।