স্পোর্টস ডেস্ক : ২৭ ও ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
১৪ সদস্যের স্কোয়াডে বাদ পড়েছেন অভিজ্ঞ খেলোয়াড় যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়না। স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার স্টুয়ার্ড বিনি।
তবে যুবরাজ, রায়না ও হরভজন সিং এ সময় গ্রেটার নোদিয়ায় দুলীপ ট্রফিতে খেলবেন। চারদিনের এই ঘরোয়া ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া রেড দলের অধিনায়কত্ব করবেন যুবরাজ। আর ইন্ডিয়া গ্রিনকে নেতৃত্ব দেবেন রায়না।
জাসপ্রিত বুমরাহ দুলীপ ট্রফিতে খেলার জন্য নির্বাচিত হলেও তাকে যুক্তরাষ্ট্র সফরের জন্য স্কোয়াডে রাখা হয়েছে।
ভারতের ১৪ সদস্যের স্কোয়াড :
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, অমিত মিশ্র ও স্টুয়ার্ড বিনি।