আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে গত বছর প্রায় চারশ ব্যক্তি ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মারা গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দফতর বা ওএনএস’এর নতুন প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়েছে, নয় বছর আগের তুলনায় দেশটিতে ক্ষুধা এবং অপুষ্টিতে মৃত্যুর হার ২৭ শতাংশ বেড়েছে। গত বছর দেশটিতে ৩৯১ জন ক্ষুধাজনিত কারণে মারা গেছে।
এ ছাড়া, গতবছর ব্রিটেনে ৭৪৬জনকে অপুষ্টির কারণে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন দুইজনকে এ ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নিকোলা ব্ল্যাকউড সংসদের দেয়া লিখিত বিবৃতিতে এ সংখ্যা নিশ্চিত করেছেন।