নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী সৌদি যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫ হাজার ২০০ জন, অবশিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনায়।
সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীদের ফ্লাইট শিডিউল অনুযায়ী এ পর্যন্ত মোট সাতটি ফ্লাইট ছেড়ে গেছে।
এছাড়া আগামী ২৫ আগস্ট রাত ৯টা ৫ মিনিটে ছেড়ে যাবে বিজি ৩০৬৭ ফ্লাইট, ২৬ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটে বিজি ১০৬৯, বিকেল ৩টা ৩৫ মিনিটে বিজি ৩০৬৯, ২৭ আগস্ট বিকেল ৩টা ৪৫ মিনিটে বিজি ৩০৭১, রাত ৯টা ৪৫ মিনিটে বিজি ১০৭৩ নম্বর ফ্লাইট। এছাড়া ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে যাবে সর্বশেষ (বিজি ১০৯৩) ফ্লাইট।
সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীদের নির্ধারিত ফ্লাইটের তিনদিন আগে আশকোনা হজক্যাম্পে উপস্থিত হতে হবে। হজক্যাম্পের বোর্ডে টাঙ্গানো নোটিশ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইটে এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত ৪ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৭০৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ হাজার ৯৪৬ জন নিরাপদে সৌদিতে পৌঁছেছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
মোট ১০৪টি ফ্লাইটে (এয়ারলাইন্স ৫৯ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) হজযাত্রীদের নেয়া হয়। তারা সকলেই বর্তমানে মক্কা ও মদিনায় অবস্থায় করছেন। আগামী ১০ সেপ্টেম্বর (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ পালনের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে, যা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম ফিরতি হজ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।