Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
উত্থান ধারায় শেয়ারবাজার

উত্থান ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে মূল্য সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৫২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯০৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৬ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকা অংকে লেনদেন হয়েছে ২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এরমধ্যে বেড়েছে ১০৭টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

August 2016
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll To Top