আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সৌদি আরবের একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রেমিট্যান্সের ৬০ শতাংশ আসে সৌদি আরব থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাত বছর পর বাংলাদেশি শ্রমিক নিয়োগে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত এক বছর আগে নেয়া হয়েছিল। তবে দুই মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি বাদশাহ সালমানের সাক্ষাতের সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে নিশ্চিত করেন বাদশাহ।
এতে আরো বলা হয়েছে, সৌদি আরবে বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে। বছরে এই শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৩ বিলিয়ন সৌদি রিয়াল। বাংলাদেশিদের কাজের সুযোগ তৈরি হয়েছে সৌদি আরবে। এর আগে ২০০৮ সালে সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করায় রেমিট্যান্স কমে যায়।
দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক নিয়োগে গুরুত্বারোপ করেছে সৌদি আরব। বর্তমানে এক ডজনেরও বেশি দেশের এক কোটির বেশি শ্রমিক কাজ করছে সৌদি আরবে।