অ্যাপলের ফেইস টাইম, মাইক্রোসফটের স্কাইপি এবং ফেসবুকের ম্যাসেঞ্জার ভিডিও অ্যাপসকে টেক্কা দিতে এবার ভিডিও অ্যাপস চালু করলো ইন্টারনেটে সার্চ জায়ান্ট গুগল। ‘ডিইউও’ নামের নতুন এই ভিডিও অ্যাপস অন্যান্য প্রতিষ্ঠানের ভিডিও অ্যাপসের মতোই।
গুগলের এই ভিডিও অ্যাপসের বিষয়ে গত মে মাসে ঘোষণা দেয়া হয়েছিল। ডিইউও ভিডিও চ্যাটিং সার্ভিস অন্যান্য ভিডিও অ্যাপসের মতো হলেও ভিডিও কলে নতুনত্ব নিয়ে এসেছে। কে আপনাকে ভিডিও কল দিতে যাচ্ছে তা আগেই জানাবে ডিইউও।
শুধু তাই নয়, কল রিসিভ করা না করার বিষয়েও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে গুগলের এই অ্যাপস। গুগল কলিং ফিচারের নাম দিয়েছে নক নক। অ্যাপলের আইফোনসহ গুগলের অ্যান্ড্রয়েট অপারেটিং সিস্টেমে এই অ্যাপস ব্যবহার করা যাবে। তবে ভিডিও রেজুলিউসন নির্ভর করবে ইন্টারটেনের গতির ওপর।
আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্বের সব দেশেই এই অ্যাপস ডাউনলোড করা যাবে। আগামী কয়েক মাসের মধ্যে আরো দুটি অ্যাপস চালুর পরিকল্পনা রয়েছে বলে ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।